লেখক: এ.কে.এম. আনোয়ারুল কবীর
পর্ব ২- হাদীসের অর্থ এবং বিভিন্ন দিক
উল্লিখিত হাদীসগুলো বিভিন্ন শব্দবিন্যাসে বর্ণিত হয়েছে এবং তা বিশেষজ্ঞ আলেমদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে হাদীসের দু’টি বাক্যাংশ পর্যালোচনা ও বিশ্লেষণ করা প্রয়োজনীয় মনে করছি :
প্রথমটি হলো ‘ফাতিমা আমার অংশ বা আমার অস্তিত্বের অংশ’। হাদীসটিতে ‘বাদআ’ বা ‘বিদআ’ শব্দ ব্যবহৃত হয়েছে। ইবনে কাসীর বলেন : ‘বাদআতুন’ অর্থ মাংসের টুকরা বা অংশ। কখনও কখনও এটি ‘বিদআতুন’ও উচ্চারিত হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই বাক্যটির অর্থ ‘সে আমার অংশ।’ যেহেতু কারো মাংসের টুকরা তার দেহের ও তার সত্তার অংশ৫ বলে গণ্য সেহেতু হাদীসটির ‘বিদআতুন’ শব্দকে অস্তিত্বের অংশ বা সত্তার অংশ অর্থ করা যায়।
ইবনে মানযুর বলেন : ‘অমুক অমুকের অংশ,এর অর্থ সে তার অনুরূপ।’ অতঃপর তিনি আলোচ্য হাদীসটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।৬
উপরিউক্ত অর্থের ভিত্তিতে ফাতেমা যাহরা (আ.) রাসূলুল্লাহ্ (সা.)-এর অংশ। তবে হতে পারে তা রূপক অর্থে সদৃশ বুঝাতে অথবা প্রকৃত অর্থেই রাসূল (সা.)-এর অংশ নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তা তাঁদের দুয়ের মধ্যে বিদ্যমান অবিচ্ছেদ্য সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয়েছে নতুবা তা অস্তিত্বগতভাবে রাসূল (সা.) ও ফাতেমা যাহরার মধ্যে যে বাস্তব সম্পর্ক রয়েছে তারই প্রমাণ বহন করছে।
উভয় ক্ষেত্রেই হাদীসের ‘ফাতেমা আমার অস্তিত্বের অংশ’ বাক্যটির মধ্যে এ অর্থও নিহিত রয়েছে যে,মহানবী (সা.) ফাতেমার ক্রোধে ক্রোধান্বিত হন এবং তাঁর সন্তুষ্টিতে সন্তুষ্ট হন। কিন্তু তদুপরি হাদীসটিতে বিষয়টির গুরুত্ব বুঝাতে পরবর্তী বাক্যে তা পুনরায় উল্লেখ করে এ বিষয়টির ওপর তাগিদ করা হয়েছে। উল্লেখ করা প্রয়োজন যে,‘ফাতেমা আমার অস্তিত্বের অংশ’ হাদীসটি আমাদেরকে রাসূল (সা.)-এর হযরত আলী (আ.) সম্পর্কে বিভিন্ন সময়ে বলা এ হাদীসটির কথা স্মরণ করিয়ে দেয় : ‘আলী আমার থেকে এবং আমি আলী থেকে।’৭
আহমদ ইবনে শুয়াইব নাসায়ী তাঁর ‘ফাযায়েল’ গ্রন্থে ইমরান ইবনে হুসাইন সূত্রে মহানবী (সা.) থেকে বর্ণনা করেছেন যে,তিনি বলেন : ‘নিশ্চয় আলী আমার থেকে এবং আমি আলীর থেকে এবং সে আমার পর সকল মুমিনের অভিভাবক।’৮
তিনি হাবাশী ইবনে জুনাদা আস সুল্লুলী সূত্রে বর্ণনা করেছেন যে,মহানবী (সা.) বলেছেন : ‘আলী আমার থেকে এবং আলী ব্যতীত কেউ আমার পক্ষ থেকে কোন কাজ করবে না।’৯
অনুরূপ হাদীস ইবনে আবি শাইবা কুফী,যাহ্হাক,নাসায়ী,তিরমিযী,ইবনে মাজা,তাবারানী,সুয়ূতী,মুত্তাকী হিন্দী ও অন্যরাও বর্ণনা করেছেন।...চলবে...